বন্দরটিলা আলিশাহ মাজার সড়কে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধের দাবি

| শুক্রবার , ১৬ এপ্রিল, ২০২১ at ৮:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা আলি শাহ মাজার সড়ক সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার দাবি জানিয়েছেন দোকান মালিক-কর্মচারী সমন্বয় কর্মজীবি পরিষদ। গত ১৩ এপ্রিল আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। পরিষদের সভাপতি মো. ইসমাইলের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মো. হাবিবুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, বন্দরটিলা আলি শাহ মাজার সড়কে সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বাড়ায় দোকান মালিক ও কর্মচারীরা আতংকে রয়েছে। তারা চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসকদের জন্য চমেক শিক্ষক সমিতির করোনা টেস্টিং বুথ স্থাপন
পরবর্তী নিবন্ধপোশাক শিল্পের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার