নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন চট্টগ্রাম বন্দরের দিকে। চট্টগ্রাম বন্দরকে গতিশীল এবং আধুনিক করতে সরকার সব ধরনের উদ্যোগ নিচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে বন্দর পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
নৌ উপদেষ্টা গতকাল চট্টগ্রাম বন্দরের এঙ–ওয়াই শেড পরিদর্শনে যান। ওই সময় সেখানে দাঁড়িয়ে থাকা ট্রাক শ্রমিকদের সাথে কথা বলেন তিনি। উপদেষ্টা অভিযোগ পান, সেখানে চাঁদাবাজিসহ নানা ধরনের অনিয়ম চলছে। উপদেষ্টা তাৎক্ষণিকভাবে বিষয়গুলো তদন্তের নির্দেশ দেন।
গাড়ির অকশন শেড পরিদর্শনকালে নৌ উপদেষ্টা সেখানে পড়ে থাকা অচল গাড়িগুলো সরিয়ে না নেওয়ায় কাস্টমস কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বন্দরের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। বন্দরকে আধুনিক এবং গতিশীল করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। এ সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং বন্দরের বোর্ড সদস্যসহ বন্দর ও কাস্টমসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।