বন্দর নিয়ে ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত বাতিলের দাবি টিইউসির

| শনিবার , ৬ ডিসেম্বর, ২০২৫ at ৬:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির সমাবেশে শ্রমিক নেতারা বলেছেন, বন্দর নিয়ে সরকারের সিদ্ধান্ত ‘আত্মঘাতী’। জাতীয় নিরাপত্তার কারণে বন্দর স্পর্শকাতর। অন্তর্বর্তী সরকারের কোনো এখতিয়ার নেই এ রকম একটি চুক্তি করার। চট্টগ্রাম বন্দরের সিসিটি, এনসিটি পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডের কাছে তড়িঘড়ি করে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ব্যক্ত করেছেন তারা।

গতকাল শুক্রবার বিকালে সাগরিকা স্টেডিয়াম রোডের মুখে চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মছিউদদৌলার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রাহাতউল্লাহ জাহিদ, মাহাবুবুল হক চৌধুরী, গার্মেন্ট শ্রমিক টিইউসির সাধারণ সম্পাদক নুরুল আবছার লিটন, নাভানা ব্যাটারিজ শ্রমিককর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক রাসেল হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজিয়াউর রহমানের কবরে গিয়াস উদ্দিন কাদেরের শ্রদ্ধা নিবেদন
পরবর্তী নিবন্ধসিএনজি অটোরিক্সা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের আলোচনা সভা