বন্দর থেকে পাচারকালে বিদেশি মদসহ দুইজন আটক

প্রাইভেটকার ও অটোরিকশা জব্দ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২৪ পূর্বাহ্ণ

বন্দর থেকে পাচারের সময় নগরীর কাস্টমস হাউজ এলাকা থেকে বিদেশি মদ ও বিয়ারসহ দুই জনকে আটক করেছে কাস্টমস আনসার ভিডিপির সদস্যররা। এসময় মদ পাচারের সময় ব্যবহৃত প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা আটক করা হয়। গতকাল সোমবার দিবাগত রাত ১০টার দিকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মিন্টু চন্দ্র দাশ ও সিএনজি অটোরিকশার চালক মাসুদ রানা। কাস্টমস হাউজের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার ভিডিপির এপিসি মোহাম্মদ আলী জানান, ‘কাস্টমস হাউজে একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহ হওয়ায় আমরা তল্লাশি করি। এসময় প্রাইভেট কারটি থেকে একটি সিএনজি অটোরিকশায় কিছু কার্টন তোলা হচ্ছে। এসময় কার্টনগুলোতে কি আছে জিজ্ঞেস করলে আটককৃতরা এলোমেলো কথা বলতে থাকে। পরে এসব কার্টনে বিদেশি মদ ও বিয়ার পাওয়া যায়। রাত ১২টায় আমরা গ্রেপ্তারকৃতদের বন্দর থানায় হস্তান্তর করেছি।’ প্রাথমিক জিজ্ঞাসাবাদে বন্দরের গেইটে দায়িত্বে থাকা সিকিউরিটির লোক থেকে এসব মদ ও বিয়ার সংগ্রহ করেছেন বলে আটক প্রাইভেট কারের চালক মিন্টু চন্দ্র দাশ জানিয়েছে। সূত্রে জানা গেছে, আনসার ভিডিপির তল্লাশিতে ‘চট্টমেটেট্রা-গ-১২-৮১০৪’ নম্বরের প্রাইভেট কার ও ‘চট্টমেট্রো-থ-১২-৪১১২’ নম্বরের অটোরিকশা থেকে মোট ২১০ বোতল বিদেশি বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদ পাওয়া গেছে। কাস্টমসের ডেপুটি কমিশনার সুলতান মাহমুদ জানান, কাস্টমস অভ্যন্তরে বিদেশি মদ ও বিয়ার আটক হয়েছে। আজ মঙ্গলবার এসব তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ
পরবর্তী নিবন্ধদোহাজারীতে আগুনে পুড়ল বসতবাড়ি, চকরিয়ায় ৭ ব্যবসা প্রতিষ্ঠান