নগরীর বন্দর থানা পুলিশের পৃথক দুই অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে ও গতকাল সকালে এসব অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে বন্দর থানাধীন কলসীদিঘীরপাড় জোড়া খাম্বা এলাকার সামনে থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা তিনজনকে আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন জাবের হোসেন রকি (২৩), আব্দুল্লাহ আল মামুন রোহান (২০), মো. সাইফুল ইসলাম (২৩)। তারা বন্দর থানাধীন বিভিন্ন এলাকায় বসবাস করেন। সন্দেহজনক চলাফেরার কারণে তাদের আটক করে সিএমপি অধ্যাদেশের ১০৩/৮৮(ডি) ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
দ্বিতীয় অভিযানে গতকাল সকাল ৮টা ৩০ মিনিটের দিকে কাস্টম মোড় এলাকা থেকে ডাকাতি প্রস্তুতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. রুবেল (২৫) পশ্চিম গোসাইলডাঙ্গা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বন্দর থানার ওসি মো. জাহিদুল কবির জানান, অভিযান চলমান থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় বন্দর থানা সবসময় কঠোর অবস্থানে থাকবে।












