বন্দর থানা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

এসআইকে কুপিয়ে জখমের ঘটনা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৫৬ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের বন্দর থানা সভাপতি মোহাম্মদ কাইয়ুমকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত ৩ টায় দক্ষিণ মধ্যম হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাইয়ুম বন্দর থানা ছাত্রলীগের সভাপতি ও দক্ষিণ মধ্যম হালিশহর বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, পুলিশের এসআইকে কুপিয়ে জখমের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের বন্দর থানা সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য গত ১১ আগস্ট রাতে নগরের বন্দর থানার ঈশান মিস্ত্রি হাট এলাকায় আওয়ামী লীগের মিছিল শেষে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হন এসআই আবু সাঈদ রানা। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।.

পূর্ববর্তী নিবন্ধবিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতকানিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও জনসমাবেশ
পরবর্তী নিবন্ধহাসিনা ও জয়ের বিরুদ্ধে রেড নোটিস জারির পদক্ষেপ নিতে পুলিশকে দুদকের চিঠি