বন্দর ও বাকলিয়া থানার ওসিকে বদলি

আজাদী প্রতিবেদন | সোমবার , ১০ নভেম্বর, ২০২৫ at ৫:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানায় ওসি বদলি করা হয়েছে। গতকাল রোববার এক অফিস আদেশে এ বদলি করা হয়। সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আমিনুল উল রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়, পুলিশ পরিদর্শক মোস্তফা আহম্মদকে বন্দর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। বন্দর থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিনকে বাকলিয়া থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিনকে সিএমপির কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিটে পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা
পরবর্তী নিবন্ধনির্বাচন সামনে রেখে দুই দিনে ২৯ জেলায় নতুন ডিসি