বনের ভেতর বৃদ্ধ কাঠুরিয়াকে হত্যা করল হাতি

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ মার্চ, ২০২৩ at ১০:৩৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন সত্তরোর্ধ এক বৃদ্ধ। বাড়ির কাছে বনের ভেতর জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে ওই বৃদ্ধ একটি বন্যহাতির কবলে পড়ে । এ সময় সেই হাতি বৃদ্ধকে কাছে পেয়ে পায়ের তলায় পিষ্ট করে হত্যা করে। গতকাল সোমবার সকাল এগারটার দিকে কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের বনবিটের অধীন দক্ষিণ ঘুনিয়া নোয়াপাড়ার সংরক্ষিত বনের ভেতর এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম কবির আহমদ (৭০)। তিনি চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘুনিয়াস্থ নোয়াপাড়ার মৃত ওয়াহেদ আলীর পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, নিহত বৃদ্ধ কবির আহমদ পেশায় একজন কাঠুরিয়া। প্রতিদিনের মতো সকালে বাড়ির কাছে বনের ভেতর যায় জ্বালানি কাঠ সংগ্রহ করতে। এ সময় হাতির আক্রমণে তিনি সেখানেই মারা যান। চেয়ারম্যান বলেন, এই খবর স্থানীয় বনবিট কার্যালয়ে পৌঁছানো হলে বনবিভাগ এবং পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে ফ্ল্যাটে গাঁজা ও ইয়াবা বিক্রিকালে গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধপ্রাথমিক শিক্ষকদের আন্তঃজেলা বদলি আজ থেকে