বনফুল সিজেকেএস-সিডিএফএ ২য় বিভাগ ফুটবল লিগে জয় পেয়েছে সাউথ এন্ড ক্লাব। গতকাল বৃহস্পতিবার এম এ আজিজ স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত প্রথম খেলায় সাউথ এন্ড ক্লাব ২-১ গোলে আগ্রাবাদ কমরেড ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের জুয়েল কবির খেলার ৪২ মিনিটের সময় প্রথম গোল করেন। ৫০ মিনিটে খেলায় সমতা আনেন আগ্রাবাদ কমরেডের সাদিক হোসেন। ৬০ মিনিটে সাউথ এন্ড ক্লাবের অপূর্ব পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন। দিনের ২য় খেলায় সিএমপি ফুটবল দল ০-০ গোলে হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাথে ড্র করে। আজ সকাল ৯টায় মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাব বনাম পাইরেট্স অব চিটাগাং পরস্পরের মোকাবেলা করবে।