কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিটের কর্মকর্তা মো. সাজাদুজ্জামান সজলকে ডাম্প ট্রাকের চাকায় পিষে হত্যার প্রতিবাদে লোহাগাড়ার চুনতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও চুনতি রক্ষায় আমরা’র উদ্যোগে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট গেট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চুনতি রক্ষায় আমরা’র দপ্তর সম্পাদক মো. আবু ইউছুফ কাউছারের সভাপতিত্বে ও সহসভাপতি এহতেশামুল হক রোমেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ধরা কক্সবাজার জেলা শাখার যুগ্ম আহ্বায়ক তৌহিদ বেলাল, পেকুয়া উপজেলার সদস্য সচিব দেলওয়ার হোসাইন ও চকরিয়া উপজেলা আহ্বায়ক রেজা চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, মাটি ও বনখেকোরা মো. সাজাদুজ্জামানের মতো একজন সৎ, চৌকস বন কর্মকর্তাকে হত্যা করেছে। তারা দেশের আইনকে তোয়াক্কা না করে বন–পাহাড় ধ্বংস করেই চলছে। পরিবেশ রক্ষা করতে গিয়ে আমরা আর কোনো হত্যাকাণ্ড দেখতে চাই না। ঘটনার সাথে জড়িত হত্যাকারীদের তদন্তপূর্বক দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।