বধির ক্রিকেট টুর্নামেন্টে সাইফুর রহমান টিম জয়ী

| শুক্রবার , ৫ ডিসেম্বর, ২০২৫ at ৫:৪১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে চট্টগ্রাম শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত বধির শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম পর্ব গত ৩ ডিসেম্বর সিকো অ্যারেনা ক্রিকেট ইউনিট মাঠে অনুষ্ঠিত হয়। এ দিনের খেলায় সাইফুর রহমান বধির ক্রিকেট টিম ৬৫ রানে এন.এইচ. আহমেদ (টিটু) বধির ক্রিকেট টিমকে পরাজিত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসোসিয়েশনের সভাপতি সাইফুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক নুরুল আলম (ফরিদ)। ১৫ ওভারের ম্যাচে সাইফুর রহমান বধির ক্রিকেট টিম টসে জিতে ব্যাটিং করে ৩ উইকেটে ২৩৪ রান সংগ্রহ করে। জবাবে এন.এইচ. আহমেদ (টিটু) বধির ক্রিকেট টিম নির্ধারিত ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করতে সক্ষম হয়। টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব আজ ৫ ডিসেম্বর এবং ফাইনাল পর্ব ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধনাহিদ রানাকে আরও বেশি ম্যাচে দেখতে চান শন টেইট
পরবর্তী নিবন্ধব্রিসবেন টেস্টে রুটের রেকর্ডগড়া সেঞ্চুরি