বদলে যায় দিন, বদলায় মুহূর্ত

হুমায়ুন কবির | সোমবার , ২৩ অক্টোবর, ২০২৩ at ৯:১৪ পূর্বাহ্ণ

বদলে যায় দিন বদলায় মুহূর্ত, পাল্টায় সময়, অসময়। কালের বিবর্তনে হারিয়ে যায় কতো কী! অথচ আমরা ক্ষণিকের মোহে নিজেদের অস্থিত্বকে বিলীনের পথে শপে দেই। এটাই যেন নিয়তির খেয়াল। খেয়ালের দেয়াল ভেঙে সুখপাঠ্য হবে এমনটাই অনন্তকালের বাসনা। সময়ের দাপটেই কতো পর আপন হয় আর কতো আপন পর হয় বলা মু্‌শকিল। তবুও সবার ভালো কাটুক মুহূর্তুগুলো, পারিবারিক, সামাজিক, জাতিগত ভ্রাতৃত্ববোধ আরো দৃঢ় হোক।

পূর্ববর্তী নিবন্ধছোটদের বইমেলা উৎসবে এম.এ মালেকের বক্তব্য প্রসংগে
পরবর্তী নিবন্ধবিষাক্ত বর্জ্যের কবলে নদ-নদীর পানি