বদলে যাওয়া এক গ্রামের গল্প

| বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:৪২ পূর্বাহ্ণ

গাঁয়ের নাম রাধানগর। প্রাচীন কাল থেকেই এ গ্রামের মেয়েরা একটু বেশি মাত্রায় প্রেমপ্রবণ, ঠিক যেমন কৃষ্ণের প্রতি রাধা। এই প্রেমকে স্বীকৃতি দিতেই গাঁয়ের নাম হয়েছে রাধানগর। কিন্তু রাধা যেমন কৃষ্ণকে ভালোবেসে সুখী হতে পারেনি তেমনি এখানকার কোন মেয়েই সুখী নয়। প্রতিনিয়ত তারা পুরুষ দ্বারা নির্যাতিত হয়। একদিন এক দরবেশ বাবার কেরামতিতে পুরুষতান্ত্রিক রাধানগর নারীতান্ত্রিক হয়ে যায়।

এতদিন পুরুষরা নারীদের সঙ্গে যেসব বিরূপ আচরণ করেছে, এখন নারীরা তাদের সঙ্গে সেসব করা শুরু করেছে। নানারকম হাস্যরসাত্মক ঘটনার মধ্য দিয়ে শুরু হয় নতুন এক সমাজের যাত্রা। আর এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘পাল্টা হাওয়া’।

মানস পালের রচনায় এটি নির্মাণ করেছেন নাহিদ নিয়াজী রিপন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, আরফান আহমেদ, মুকিত জাকারিয়া, মিলন ভট্টচার্য, ঊর্মিলা শ্রাবন্তী কর, স্বর্ণলতা, শাহনাজ খুশি, তানিয়া আহমেদ, রিমি করিম, মাহমুদা মাহাসহ অনেকে। নির্মাতা জানান, আগামীকাল থেকে ‘পাল্টা হাওয়া’ প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে। আর এটি দেখা যাবে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায়।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাডভেঞ্চার অব সুন্দরবন পরীমনির এখন মনে হচ্ছে, কাজটা কঠিন ছিল
পরবর্তী নিবন্ধট্রেলার প্রকাশ পেল ‘কথা দিলাম’ সিনেমার