বদলি ইস্যুতে আলোচনায় চসিকের প্রধান প্রকৌশলী

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ৮:০৮ পূর্বাহ্ণ

বদলি হওয়া চসিকের প্রধান প্রকৌশলীর নতুন কর্মস্থলে যোগ না দেয়া ও উচ্চ আদালতে তার রিট, প্রধান প্রকৌশলী পদে সেনাবাহিনী থেকে প্রেষণে কর্মকর্তা চেয়ে মন্ত্রণালয়ে মেয়রের আধসরকারিপত্র প্রেরণ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক প্রকৌশলীকে চসিকে বদলি ও তার যোগদানপত্র গ্রহণ না করা নিয়ে চলছে নানা আলোচনাসমালোচনা।

জানা গেছে, অবসরে যাওয়ার চার মাস আগে গত ১৪ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামকে বরিশাল সিটি কর্পোরেশনে বদলি করে অফিস আদেশ জারি করে। এতে বলা হয়, ২২ নভেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৩ নভেম্বর তিনি তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন। জানা গেছে, বরিশাল সিটি কর্পোরেশনে প্রধান প্রকৌশলীর কোনো পদ নেই।

এদিকে রফিকুল ইসলাম অসুস্থ হয়ে গত মঙ্গলবার নগরের একটি বেসরকারি হাপসাতালে ভর্তি হন। হাসপাতাল থেকে তিনি কর্পোরেশনে ১০ দিনের ছুটির আবেদন করেন। এছাড়া বৃহস্পতিবার তার বদলি আদেশ প্রত্যাহার চেয়ে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম কেন্দ্রের নেতৃবৃন্দ সিটি মেয়রকে স্মারকলিপি দেন। আগামী ২০ মার্চ অবসরে যাবেন রফিকুল ইসলাম। সার্ভিস রুল অনুযায়ী, জনস্বার্থে অত্যাবশ্যক না হলে এবং সংশ্লিষ্ট পদের দায়িত্ব পালনে অনুপযুক্ত বা অক্ষম না হলে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীকে আবেদন ব্যতীত অবসর প্রস্তুতিমূলক ছুটি আরম্ভের ১৩ মাসের কম সময় অবশিষ্ট থাকার ক্ষেত্রে অন্য দপ্তরে বা কর্মস্থলে বদলি করা যাবে না। এই আলোকে রফিকুল ইসলাম মানিকের বদলিজনিত আদেশটি এই নীতিমালার পরিপন্থী বলে দাবি করেন প্রকৌশল পরিষদের নেতৃবৃন্দ।

নতুন কর্মস্থল বরিশালে যোগ না দেয়া প্রসঙ্গে রফিকুল ইসলাম আজাদীকে বলেন, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। এ অবস্থায় কীভাবে যোগ দিব। তাছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমাকে অবমুক্ত করেনি। এখান থেকে অবমুক্ত না হলে যোগ দিব কীভাবে? তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনেই আমি প্রথম যোগদান করি। অবসরের পর আমার প্রাপ্য সুযোগসুবিধাগুলো এখান থেকে গ্রহণ করতে হবে। অন্য কর্পোরেশনে গেলে সুযোগসুবিধাগুলো পেতে সমস্যা হবে। সাধারণত যেখানে চাকরিতে যোগদান করে অবসরে যাওয়ার আগে তাকে পূর্বের কর্মস্থলে ফিরিয়ে নিয়ে আসা হয়। আবার অবসরের পর সুযোগসুবিধা পেতে সমস্যা না হওয়ার জন্য অবসরের ১৩ মাস পূর্বে বদলি না করার বিষয়ে পরিপত্রও জারি করা আছে।

উচ্চ আদালতে রিট : বদলি আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে একটি রিট করেন রফিকুল ইসলাম। গত ২২ নভেম্বর ওই রিটের রায়ে বদলি আদেশ ২০ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়। যা চসিককে রফিকুল ইসলামের আইনজীবী মোহাম্মদ মুজিবুর রহমান লিখিতভাবে জানিয়েছেন। রিট এবং রায়ের বিষয়টি আজাদীকে নিশ্চিত করেছেন রফিকুল ইসলাম।

মন্ত্রণালয়ে মেয়রের চিঠি : গত ১৯ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর একটি আধা সরকারিপত্র দেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এতে বলা হয়, রফিকুল ইসলামকে বদলির ফলে পদটি শূন্য হলে চসিকের চলমান আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের কার্যক্রমসহ সার্বিক উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে।

আগামী মার্চে রফিকুল ইসলাম অবসরে যাবেন উল্লেখ করে তার চাকুরির মেয়াদ শেষে চসিকের প্রধান প্রকৌশলী পদে প্রেষণে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যানন্ট কর্নেল (ইঞ্জিনিয়ার্স) পদমর্যাদার একজন কর্মকর্তাকে পদায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন মেয়র।

এলজিইডি থেকে বদলি : ১৯ নভেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পাবনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. নবীউল ইসলামকে চসিকের প্রধান প্রকৌশলী পদে বদলি করে অফিস আদেশ জারি স্থানীয় সরকার বিভাগ। গত সপ্তাহে তিনি যোগ দিতে আসলেও তার যোগদানপত্র গ্রহণ করেনি চসিক। তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী (স্থানীয় সরকার মন্ত্রণালয়) আমি যোগদানপত্র দিয়েছি। কিন্তু মেয়র বলেছেন, পরে জানাবেন।

পূর্ববর্তী নিবন্ধসমুদ্র দেখতে এসে ডুবে মারা গেল স্কূলছাত্র
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতি, সাত সপ্তাহ পর শান্ত গাজা