সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশকে নতুন করে সাজানোর কাজে হাত দিয়েছিলেন, তখন তিনি সারাদেশে চষে বেড়িয়েছিলেন। যার পদচারণা হয়েছিল কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় এলাকা এই বদরখালীতে।
একইসাথে তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনাও এই বদরখালীতে এসেছিলেন। এমপি জাফর আলম বলেন, বদরখালীর ওপর দিয়ে চার লেন মহাসড়ক, রেললাইন, পশ্চিমে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ, অর্থনৈতিক অঞ্চল, মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দরসহ বড় বড় মেগাপ্রকল্প বাস্তবায়ন হচ্ছে এখানে। তাই এসব মেগাপ্রকল্পের অন্যতম সুফল ভোগ করবে এই বদরখালীর মানুষ।
তাই আগামীতে এই বদরখালীকে পৌরসভায় রূপান্তর করা হবে। এইজন্য আমি কাজ শুরু করেছি। গত মঙ্গলবার এমপি জাফর আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদরখালী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে। জরাজীর্ণ হয়ে পড়ায় পুরাতন ভবন ভেঙে নতুন ভবনের নির্মাণকাজ শুরু করতে বদরখালী ইউনিয়ন পরিষদের কার্যক্রম অস্থায়ী কার্যালয়ে স্থানান্তর করা হয় ।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরে হোছাইন আরিফের সভাপতিত্বে অস্থায়ী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে ভূট্টো সিকদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউনুস, এমপির একান্ত সচিব আমিন চৌধুরী প্রমুখ।