বদরখালী সেতুতে সড়ক দুর্ঘটনায় আহত আরও ১ জনের মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ৭ অক্টোবর, ২০২০ at ১০:৪২ পূর্বাহ্ণ

মহেশখালী-বদরখালী সংযোগ সেতুতে বেপরোয়া গতির ডাম্পার গাড়ির সাথে ব্যাটারি চালিত টমটমের (ইজিবাইক) মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু হয়েছে। তার নাম রশিদ (২৬)। তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ২টার দিকে মারা যান। রশিদ কালারমারছড়া ইউনিয়নের মাইজ পাড়া গ্রামের আব্দুস শুক্কুরের পুত্র।
গত সোমবার বিকেল ৫টায় সংঘটিত এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে মারা যায় আব্দুল খালেক নামে এক কিশোর। রশিদের মৃত্যু নিয়ে এ ঘটনায় ২ জনের মৃত্যু হল। ঘটনায় আহত রয়েছেন আরো ৩ জন। ঘটনাস্থলে নিহত কিশোর আব্দুল খালেক চালিয়াতলী গ্রামের মৃত মোজাফফর আহমদের পুত্র। তার খালাতো ভাই চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহমুদুল করিম আজাদ জানান, নিহত আব্দুল খালেক নিতান্ত গরিব পরিবারের ছেলে। ছোটবেলায় বাবা মারা যাওয়ায় দুই বোন ও মা রেনু আরা বেগমের সংসার চালাতে সে কিশোর বয়সেই ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতো।

পূর্ববর্তী নিবন্ধওমরাহ নিয়ে প্রতারণার বিষয়ে সতর্কতা
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি পাঁচলাইশ শাখার চিকিৎসা ক্যাম্প