নালাপাড়া দরবারে জিলানী : উত্তর নালাপাড়া দরবারে জিলানী শরীফে শোহাদায়ে বদর এবং ইফতার মাহফিল উপলক্ষে মিলাদ মাহফিল গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীল হযরত শাহসুফী মোহাম্মদ জুনায়েদ (মা.জি.আ)। প্রধান বক্তা ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আ.ন.ম গোলাম মর্তুজা। বিশেষ অতিথি ছিলেন কাজীর দেউরি কাজী বাড়ি জামে মসজিদের ভারপ্রাপ্ত খতিব মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম (মা.জি.আ)। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল সকাল থেকে খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, খতমে শিফা ও খতমে আসমাউল হুসনা শরীফ। কোরআন তেলওয়াত পরিবেশন করেন আবুল কাসেম রণি, নাতে মুস্তফা (সা.) পরিবেশন করেন মোহাম্মদ তামজীদ, মোহাম্মদ মিরাজ এবং মাহফিল আনজামে ছিলেন মোহাম্মদ ইকবাল মাহমুদ, মোহাম্মদ সাইফুল ইসলাম, সৈয়দ মুহিত হোসেন, শেখ নজরুল ইসলাম মাহমুদসহ সকল ভক্তবৃন্দ। মাহফিলে বক্তব্য রাখেন মোহাম্মদ রবিউল ইসলাম (মা.জি.আ)। তিনি বলেন, বদর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয়। মুসলিম বিশ্বের সকল সঙ্কট মোকাবেলায় বদর যুদ্ধের চেতনা ধারণ করতে হবে।
আমির ভাণ্ডার দরবার : আমির ভাণ্ডার দরবারে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে প্রিয় নবী (দ.) ও বদরী সাহাবাদের স্মরণে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাহসুফি সৈয়দ নুরুল হক শাহ আমির ভাণ্ডারীর আওলাদদের পক্ষে সালাওয়াতে রাসূল মাহফিল ও গাউছে আমির ভাণ্ডারী আশেকান পরিষদের ব্যবস্থাপনায় আমির ভাণ্ডার শাহী ময়দানে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন আমির ভাণ্ডার সংসদের প্রধান উপদেষ্টা হযরত শাহসুফি সৈয়দ মুহাম্মদ ফরিদুল আবছার আমিরী (ম.)। আউলাদে আমির ভাণ্ডারীর মধ্যে উপস্থিত ছিলেন শাহসুফি সৈয়দ পেয়ারুল মোস্তফা আমিরী, শাহসুফি সৈয়দ শামুন রশিদ আমিরী, সৈয়দ শামসুদ্দোহা আমিরী, শাহসুফি সৈয়দ নুরুল হুদা আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ আছরার আমিরী, শাহজাদা সৈয়দ নঈমুল মোস্তফা আমিরী, শাহজাদা আসাদুজ্জামান আমিরী, শাহজাদা সৈয়দ আশরাফুজ্জামান আমরী। আলোচনা পেশ করেন মাওলানা মোকাররম নঈমী, মাওলানা সোলায়মান কাদেরী, মাওলানা মোরশেদ কাদেরী, না’ত পরিবেশন করেন শায়ের মেরাজ রেজা কাদেরী, শায়ের আমির উদ্দিন নয়ন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার গাউছিয়া দরবারের মুহাম্মদ নুরুল আনোয়ার, আমির ভাণ্ডার কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এম নাসির উদ্দিন, পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সভাপতি মুহাম্মদ ইদ্রিস, মজু ভাণ্ডারের হাজী নুরুল ইসলাম, জহিরুল হক, নাছির উদ্দিন চৌধুরী, মঈন উদ্দিন চৌধুরী, আলাউদ্দিন উদ্দিন চৌধুরী, আবুল ফয়েজ, মো. কামাল, বদিউর রহমান, রফিকুল ইসলাম, মুহাম্মদ কুদ্দুস, মুহাম্মদ খাদেমুজ্জমান প্রমুখ। মাহফিল সঞ্চালনা করেন শায়ের ইরফান কাদেরী। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন শাহসুফি মাওলানা সৈয়দ বদরুদ্দোজা আমিরী।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙামাটি : ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙামাটি জেলা। মঙ্গলবার বিকেলে রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি জেলা ইসলামী ফ্রন্টের সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন নুরী। জেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এম এ মুস্তফা হেজাজী, কেন্দ্রীয় যুবসেনার সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মোঃ আখতার হোসেন চৌধুরী, জেলা যুবসেনার সভাপতি মোঃ আলী খাঁন, জেলা ছাত্রসেনার সহ সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটির ফিল্ড অফিসার আলী আহসান ভুইয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক মোঃ মনসুর আলী ও প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম জাবেদ। আলোচনা সভা শেষে বদর যুদ্ধে শহীদ ও সাহাবীগণের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।