বড়উঠানে কোরআন তেলাওয়াত, হামদ্‌-নাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

| রবিবার , ৩১ মার্চ, ২০২৪ at ১০:৪৩ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলা, বড়উঠান মৌলভী বাড়ীতে সৈয়দা হোসনে আরাআলম খান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অষ্টম বারের মত পবিত্র মাহে রমজান উপলক্ষে গত ২৯ মার্চ কোরআন তেলাওয়াত, হামদ্‌নাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার বিতরণ অনুষ্ঠানে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ মোকাম্মেল হক খানের সভাপতিত্বে ও মিনহাজ উদ্দিন খানের পরিচালনায় গোল্ডেন ইস্পাত সৌজন্যে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শাহমীরপুর ফয়জুল বারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ড. মোহাম্মদ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মো. মেজবাহ উদ্দিন খান।অন্যদের মধ্য উপস্থিত ছিলেন, মো. রেজাউল হক খান, ইউপি মেম্বার সাজ্জাদহোসেন খান সুমন, মো. মিজানুল হক খান, রকিউল হাসান খান সামি, লিয়াকত হোসেন খান খোকন, ব্যাংকার এহতেশামুল হক খান, কলিমুল্লা খান, বদরুদ্দিন খান, মো. জহির উদ্দিন টিপু, মো. সোহেল, জিহান, রাকিব, অসিউর রহমান, করিম, শাব্বির। প্রতিযোগিতায় বিচারক ছিলেন বড়উঠান মৌলভী বাড়ী ওয়াইজ বিবি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সরওয়ার আলম আলক্বাদেরী, মাওলানা মুহাম্মদ মনছুরুলহক খান, মাওলানা গাজী মুহাম্মদ ইছাক, হাফেজ মুহাম্মদ মোরশেদ ও হাফেজ মাওলানা মোহাম্মদ আবু তৈয়ব। বিজয়ীদের মাঝে পরে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ছিনতাই চক্রের প্রধান সালমান শাহ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনগরে অস্ত্রসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার