জ্ঞানভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে পারলে আমাদের বৃহৎ একটি জনগোষ্ঠী জনশক্তিকে পরিণত হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের উপপরিচালক মো. নোমান হোসেন। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দীপ্ত প্রজন্ম মেধাবৃত্তি ২০২৪ উপলক্ষে সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আয়োজনে এবার ট্যালেন্টপুলে ৪০ জন এবং সাধারণ গ্রেডে ৩২০ জনকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপ্ত প্রজন্ম চট্টগ্রামের চেয়ারম্যান এইচএম রাশেদ খান। প্রধান বক্তা ছিলেন তরুণ রাজনীতিবিদ ও দীপ্ত প্রজন্ম চট্টগ্রামের প্রধান উপদেষ্টা ইসরাফিল খসরু চৌধুরী।
নোমান হোসেন বলেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। গুগল, মাইক্রোসফট, ফেইসবুক, এক্স হ্যান্ডেলের মতো অনেকগুলো জায়ান্ট কোম্পানি রয়েছে যারা পুরো বিশ্বকে একত্রিত করেছে। সেখানে এশিয়ার অনেকগুলো দেশের মেধাবীরা কাজ করছে।
প্রধান বক্তার বক্তব্যে ইসরাফিল খসরু চৌধুরী বলেন, তরুণ প্রজন্মকে বড় বড় স্ব্প্ন দেখতে হবে। আবার সেই স্বপ্ন বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সেই লক্ষ্যে পৌঁছাতে সব পদক্ষেপ নিতে হবে। আমরা কেন পিছিয়ে থাকবো। আমরা নিজেদেরকে এমনভাবে গড়ে তুলবো যাতে আন্তর্জাতিক অঙ্গনে আমরা নিজেদের যোগ্যতা ও মেধা দিয়ে নেতৃত্ব দিতে পারি। নতুন নতুন আবিষ্কারে আমাদের কাজ করতে হবে। দীপ্ত প্রজন্ম চট্টগ্রামের মহাসচিব আবদুল হক ও পরিচালক আরেফিন রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৃত্তিপ্রাপ্তদের অভিভাবক হামিদ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুস সাত্তার, দীপ্ত প্রজন্ম চট্টগ্রামের পরিচালক এস এম ইকবাল, মোখলেসুর রহমান, বিপ্লব পার্থ, চন্দ্র কুমার ধর, পারভীন সুলতানা, এরশাদুল কাইয়ুম, সাইদুল ইসলাম, মামুনুর রহমান, নেজাম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।