বড় টুর্নামেন্টে যাওয়ার আগে সাকিবকে নিয়ে প্রশ্ন করাটাকে যৌক্তিক মনে করেন না শান্ত

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৫৯ পূর্বাহ্ণ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার আগে সাকিব প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন আমরা অবশ্যই সাকিবকে মিস করব। তবে পরের কথাগুলোয় বুঝিয়ে দিলেন প্রশ্নটি ঠিক পছন্দ হয়নি তার। বাংলাদেশ অধিনায়ক বেশ বিরক্তি নিয়েই বললেন, এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে সাকিব আল হাসানের দলে না থাকার প্রসঙ্গের যৌক্তিকতা নেই তার কাছে। সাকিব যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকছেন না, সেটা অনেকটা পরিষ্কার ছিল দল ঘোষণার আগে থেকেই। ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে বোলিংয়ে নিষিদ্ধ হওয়ার পর শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে দলে রাখতে হতো। পরে দল ঘোষণার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানান, শুধু ব্যাটসম্যান সাকিবকে দলে রাখার কারণ তারা খুঁজে পাননি। তবে ক্রিকেটীয় কারণ ছাড়াই সাকিবের দলে থাকা নিয়ে সংশয়ের কারণ ছিল আগে থেকেই। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশেই ফিরতে পারেননি দেশের সর্বকালের সেরা ক্রিকেটার। আওয়ামী লীগের টিকেটে সবশেষ জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি। সেই পরিচয় নানাভাবে ছাপিয়ে যায় তার ক্রিকেটার সত্ত্বাকে। এমনকি বিদায়ী টেস্ট খেলতে তার দেশে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে ফিরতে পারেননি তিনি নিরাপত্তাজনিত শঙ্কার কারণে। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে বিদায় নিতে চান বলে তিনি জানিয়েছিলেন। সেই আসরে খেলতেই পারছেন না। তার বোলিং অ্যাকশনের পরীক্ষার ব্যাপারটি নিয়েও কিছু জানা যায়নি আর। সব মিলিয়ে সাকিবকে নিয়ে আলোচনা দেশের ক্রিকেটে চলছেই। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়কের সংবাদ সম্মেলনেও তার না থাকার প্রশ্নটি উঠল। তবে শান্ত বিরক্তির স্বরে বললেন আসলে আপনি এই প্রশ্নটা কেন করলেন আমি জানি না। আমরা সবাই জানি, এই প্রশ্নের উত্তর অনেক ক্রিকেটার দিয়েছে। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। সে থাকলে ভালো হতো। এই প্রশ্ন, এই উত্তর অনেকবার পেয়েছেন আপনারা। আমার মনে হয় না এত বড় একটি টুর্নামেন্টে যাওয়ার আগে আবার এই প্রসঙ্গে কথা বলাটা যৌক্তিক হবে।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস এ্যাডহক কমিটির প্রথম সভা
পরবর্তী নিবন্ধচ্যাম্পিয়ন হতেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ