বঙ্গোপসাগরের গুলীদ্ধার নামক স্থানে এফবি মায়ের দোয়া নামে একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ২৫ জেলেকে উদ্ধার করা হয়েছে। ২ জেলে নিখোঁজ রয়েছে। শুক্রবার রাতে কঙবাজার উপকুল থেকে প্রায় ১০ কিলোমিটার অদূরে গভীর বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। উদ্ধারপ্রাপ্ত জেলেদের গত রোববার রাতে কঙবাজারে শহরে আনার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ওই ট্রলারের মালিক কঙবাজার সমিতি পাড়া মহল্লা কমিটির সভাপতি এয়ার মোহাম্মদ ওরফে গুরা মিয়া।
তিনি জানান, সাগরে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে গত বুধবার তার মালিকানাধীন এফবি মায়ের দোয়া নামের ফিশিং ট্রলারটি সাগরে মাছ ধরতে যায়। শুক্রবার রাতে কঙবাজার উপকূল থেকে প্রায় ১০ কিলোমিটার অদূরে গভীর বঙ্গোপসাগরের গুলীদ্ধার নামক স্থানে মাছ ধরার সময় ট্রলারটি আকস্মিকভাবে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এরপর আশেপাশের ফিশিং ট্রলারগুলো এসে সাগরে ভাসমান মাঝি–মাল্লাদের মধ্যে ২৫ জনকে জীবিত উদ্ধার করে। উদ্ধারপ্রাপ্ত জেলেদের নিয়ে ট্রলারগুলো রোববার রাতে কঙবাজারে শহরের ফিশারিঘাটে পৌঁছার পর জেলেদের কঙবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় এখনও ২ জেলে নিখোঁজ রয়েছে বলে জানান ট্রলার মালিক এয়ার মোহাম্মদ। জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মাস্টার মোস্তাক আহমদ বলেন, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে গত ২৪ জুলাই বুধবার থেকে সাগরে ফের মাছ ধরা শুরু হলে প্রায় এক তৃতীয়াংশ ট্রলার সাগরে মাছ ধরতে যায়। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে অনেক ট্রলার উপকুলের কাছাকাছি চলে এলেও এফবি মায়ের দোয়া নামের ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়। গত ৪ দিনেও নিখোঁজ জেলেদের সন্ধান না মেলায় তাদের সলিল সমাধি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।