বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে মাঝি খুন

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১ মার্চ, ২০২৩ at ১০:৫৬ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে কুতুবদিয়া চ্যানেলে কাজের বিরোধের জের ধরে মারামারির ঘটনায় মাঝি নুর হোসেন (৫৫) স্টাফ হুমায়ুন কবিরের (৩০) হামলায় মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে গতকাল মঙ্গলবার থানা পুলিশ লাশ উদ্ধার করে সকালে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে।স্থানীয় জেলে ও থানা পুলিশ সূত্রে জানা যায়,বিগত একমাস আগে কুতুবদিয়া ৬ নম্বর ওয়ার্ডের মৃত ছৈয়দ উল্লাহর পুত্র নুর হোসেন চাম্বল বাংলাবাজার এলাকার মোস্তাক আহমদ কোম্পানীর

বোটে মাছ ধরার কাজ নেয়। তার সহযোগী ছিল গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনার মোস্তাক আহমদের পুত্র হুমায়ুন কবির সহ আরো কয়জন । গত সোমবার রাতে বঙ্গোপসাগরে কুতুবদিয়া চ্যানেলে কাজের বিরোধের জের ধরে মাঝি নুর হোসেনকে স্টাফ হুমায়ুন কবির আঘাত করলে সে বোটেই মারা যায়।

এ খবর এলাকায় পৌঁছলে মোস্তাক আহমদ কোম্পানী মঙ্গলবার সকালে অপর একটি বোটের সাহায্যে নুর হোসেনের লাশ চাম্বলের বাংলাবাজার ঘাটে নিয়ে আসলে থানা পুলিশ লাশের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন জানান ঘটনাস্থল ও নিহতের বাড়ি যেহেতু কুতুবদিয়া এলাকায় সেখানে মামলা সহ পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে যানজট নিরসন বিষয়ক মতবিনিময়
পরবর্তী নিবন্ধচমেকে ছাত্রলীগের র‌্যাগিং বিরোধী ক্যাম্পেইন