দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ ঘূর্ণিবায়ুর চক্র আরও ঘনীভূত হয়ে উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সে কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। খবর বিডিনিউজের।
এদিকে দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। এ ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘শেন–ইয়ার’। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত নাম প্রস্তাব করেছিল, যা অর্থ ‘সিংহ’। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ জানান, মালাক্কা প্রণালি ও আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি প্রথমে গভীর নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড় ‘শেন–ইয়ার’র পরিণত হয়ে বুধবার সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।











