উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে গতকাল সকাল ১০টায় উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজ চত্বরে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মনজুর আলম। অনুষ্ঠানে তিনি বলেন, আজ ঐতিহাসিক ৭ই মার্চ। এই দিন সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৮ মিনিট বক্তব্য দিয়েছিলেন। স্বাধীনতা আন্দোলনের পুরো গল্পটাই তাঁর এই বক্তব্যে ফুটে উঠে সেইদিন। বজ্র কন্ঠের তাঁর সেই বক্তব্য বাঙালির স্বাধীনতা অর্জনের প্রথম মুক্তির সনদ বলা যায়। ৭ই মার্চের পর বাঙালির স্বাধীনতা অর্জনের দৃশ্যপট পাল্টে যায়। ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা অর্জনের পথে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক আবু ছগির, অধ্যাপক কাজি মাহবুবুর রহমানসহ কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।