জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের কাজ এবার হচ্ছে বাংলাদেশে। ‘বঙ্গবন্ধু’র শুটিংয়ের জন্য ঢাকায় এসেছেন এর পরিচালক শ্যাম বেনেগাল। গতকাল বুধবার ঢাকায় পৌঁছেছেন ভারতীয় এই নির্মাতা, সঙ্গে রয়েছে তার টিম। খবর বাংলানিউজের।
ভারতের পর বাংলাদেশে এই প্রথম শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু’র শুটিং। সিনেমাটির বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমি বলেন, আজই মুম্বাই থেকে সবাই আসছেন। তবে আমাদের শুটিং শুরু হবে ২০ নভেম্বর। গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে সিনেমাটির কাজ শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম দিন থেকেই অংশ নেবেন চিত্রনায়ক আরিফিন শুভ, ৫ ডিসেম্বর যুক্ত হবেন নুসরাত ফারিয়া। জাতির জনকের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর পূর্ণদৈর্ঘ্য বায়োপিকটি পরিচালনা করছেন ভারতের খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমাটির জন্য বাজেট নির্ধারিত হয়েছে ৩৫ কোটি টাকা। এই বাজেটের ৬০ শতাংশ দিচ্ছে বাংলাদেশ ও ৪০ শতাংশ ভারত।