খোকা নামে সাহসী এক ছেলে, টুঙ্গীপাড়ায় কাটাতেন দিন হেসে খেলে। শৈশব কৈশোরে ছিলেন দূরন্ত অতি, বড় বেলায় হন বাংলাদেশের স্থপতি। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাবা তাঁর শেখ লুৎফর রহমান। খেলার নেশা আর আছে দস্যিপনা -অপরাধীর সাথে তার হয়না বনিবনা। অধিকার আদায়ে তিনি সদা সোচ্চার, অন্যায়কারী তার কাছে পেতোনা পার, খোকার মা সায়েরা খাতুন, মুখে তাঁর হাঁসি দেখে খোকার গুন। বঙ্গবন্ধুর দেশের জন্য দাবী ছয়দফা, পাকিস্তানি শাসকের করেন দফারফা। বজ্রকন্ঠে ঘোষণা দেন স্বাধীনতার, তর্জনী তুলে হুংকার তাঁর মানবোনা হার। যার যা আছে অস্ত্র তুলো বুড়ো নওজোয়ান -ঘরে ঘরে দূর্গ তুলে শত্রু খেদাও পাকিস্তান। তাঁর ডাকে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়ে একাত্তরে, ত্রিশ লক্ষ শহীদ প্রাণ দেন দেশের তরে। সেই খোকাটার জন্য পেয়েছি স্বাধীন দেশ, সারা বিশ্বের অহংকার মোদের বাংলাদেশ, আজ সতেরই মার্চ বঙ্গবন্ধুর শততম শুভ জন্মদিন, চিরকাল বাঙালির হৃদয়ে থাকবেন তিনি অমলিন।