বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি অনুষ্ঠান আজ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৮ মে, ২০২৩ at ৪:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের পৃথক উদ্যোগে আজ রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে উত্তর জেলা আওয়ামী লীগের অনুষ্ঠান ও আলোচনা আজ সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আলোচনা সভা আজ বিকাল ৪টায় সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. অনুপম সেন। সভায় সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধ৩০ নং ওয়ার্ড আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধলালদীঘি ময়দানে মহানগর আ. লীগের জনসভা আজ