বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি ’ শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

| বুধবার , ২৪ মে, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

চুয়েট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিওকুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন। স্বাগত বক্তব্য রাখেন যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। বক্তব্য রাখেন অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, প্রকৌশলী মো. মকবুল হোসেন ও মো. জামাল উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ রাশেদুল ইসলাম। শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়।

আইআইইউসি : আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইআইইউসি) গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি ’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।

উপউপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার। উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. গিয়াস উদ্দিন হাফিজ, প্রফেসর ড. মো. শামীমুল হক চৌধুরী, প্রফেসর ড. জাহেদ হোসেন সিকদার, প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, প্রফেসর ড. মো. নাজমুল হক নদভী। সভা সঞ্চালনা করেন প্রফেসর চেয়ারম্যান মোহাম্মদ ছরওয়ার আলম। প্রধান অতিথি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আজীবন শোষিত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রম করেছেন। তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার পক্ষে ছিলেন। একারনেই বিশ্ব শান্তি পরিষদ ১৯৭৩ সালের ২৩ মে বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি ’ শান্তি পদক প্রদান করে।

পোর্ট সিটি ইউনিভার্সিটি : বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে পোর্ট সিটি ইউনিভার্সিটিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ার। বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. ফসিউল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, জার্নালিজম বিভাগের সভাপতি জুয়েল দাশ। রেজিষ্ট্রার মো. ওবায়দুর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী প্রমুখ।

রাবিপ্রবি : রাঙামাটি প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাাপ্তির ৫০ বছর পুর্তি গতকাল মঙ্গলবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদযাপন করা হয়। এ উপলক্ষে এক আনন্দ র‌্যালি বের করা হয়। এরপর দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার।বিশেষ অতিথি উপউপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা, প্রক্টর জুয়েল সিকদার। বক্তব্য রাখেন অধ্যাপক ধীমান শর্মা, সহকারী রেজিস্ট্রার (একাডেমিক) মাহবুব আরা, কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন। প্রধান অতিথি বলেন, জাতির পিতা দেশ পরিচালনায় সারা বিশ্বে অনেক সুনাম অর্জন করেন এবং বিশ্বমানবতায় অসামান্য অবদান রাখায় ১৯৭২ সালে ২৩ মে জুলিও কুরি সম্মানে ভূষিত হন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক ঋষিতা চাকমা।

সিআইইউ : চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) জাতির পিতা বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদকপ্রাপ্তির ৫০তম বছর উদযাপন গতকাল মঙ্গলবার জামাল খান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সিআইইউর জাতীয় দিবস উদযাপন কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদ, অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী, . মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদ, অধ্যাপক আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমার দোয়েল দে।প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধসম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধআয়কর নিয়ে ড. ইউনূসের ৩ মামলার রায় ৩১ মে