বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না

সাপ্তাহিক স্লোগানের বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা সন্ধ্যা

| মঙ্গলবার , ৩০ আগস্ট, ২০২২ at ১০:১৭ পূর্বাহ্ণ

আগস্ট বাঙালির শোকের সাক্ষ্যবহ মাস। মুক্তির দিশারিকে হারানোর মাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাপ্তাহিক স্লোগান আয়োজন করেছে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা সন্ধ্যা অনুষ্ঠান। গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে স্মরণানুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে পালন করা হয় এক মিনিটের নীরবতা।
সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হতো না। বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু দীর্ঘ ঔপনিবেশিক দাসত্বের শৃঙ্খল ভেঙে বাঙালি জাতিকে স্বাধীনতা দিয়েছেন। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যা কেবল ব্যক্তিহত্যা নয় এটি মুক্তিযুদ্ধের চেতনার হত্যাকাণ্ড।
অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে ছড়া, কবিতা, আবৃত্তি ও আলোচনায় অংশ নেন কবি স্বপন দত্ত, কবি রাশেদ রউফ, কবি রিজোয়ান মাহমুদ, কবি সাথী দাশ, শ.ম বখতিয়ার, নেছার আহমদ, বিজন মুজমদার, নাসের রহমান, এমিলি মজুমদার, গল্পকার বিপুল বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকবিতা মানুষের মনের অনুভূতিকে জাগ্রত করে
পরবর্তী নিবন্ধপাহাড়তলী থানা আওয়ামী লীগের আলোচনা সভা