বাঁশখালী বাণীগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলার ২য় দিনে গতকাল রোববার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা পরিষদের মহাসচিব মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র এম. রেজাউল করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ. লীগ নেতা বোরহান উদ্দীন এমরান, বেলগাঁও চা বাগান ম্যানেজার মো. আবুল বাশার, মো. ইসমাঈল । বক্তব্য রাখেন মো. খোরশেদ আলম, আমির হোসেন বাবুল,আবদুল ওয়াজেদ, তৌহিদুল হক, রেজাউল করিম মেম্বার, জামাল হোসেন,রাকিবুল আলম সৌরভ, শেখ ফজলুল হক। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হত না। মুক্তিযুদ্ধের ইতিহাস বাঙালি জাতির ইতিহাস। ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন তারা জাতির শত্রু। তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এতে প্রধান অতিথিকে মেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।