বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করতে হবে

হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা

| রবিবার , ২৭ আগস্ট, ২০২৩ at ৫:০৯ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারবর্গের হত্যাকারী পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার দাবিতে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকার দলীয় নেতৃবৃন্দ।

গতকাল শনিবার জাতীয় শোক দিবস পালন কমিটি হাটহাজারী উপজেলার আয়োজনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরীর নেতৃত্বে বাসস্ট্যান্ড চত্বরে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। হাটহাজারী পৌরসভার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাহেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু, দেলোয়ার হোসেন মিন্টু, সৈয়দ মঞ্জুর আলম।

এছাড়া সমাবেশে আলী আকবর চাম্বু, খোরশেদ আলম, আবু আলম, শাকের উল্লাহ চৌধুরী, চেয়ারম্যান আব্দুল খালেক, জাহেদ হোসেন, আবু সাঈদ চৌধুরী, চৌধুরী সেলিম, গিয়াস মাহমুদ, ফোরকান বাবু, নাছির উদ্দীন, ওসমান কবির রাসেল, কামরুল হাসান শেয়ান, হাবিবুর রহমান রাজু, অধ্যাপক মোহাম্মদ হোসেন, রকিবুল ইসলাম, আজিজুল হক, ফরিদ আহমদ, শাহজাহান মুরাদ রুমেল, মনসুর আলম, ইকবাল বাপ্পী, দুলাল, রাশেদ মেহেদী, আলী আব্বাস, আরাফাত হোসেন টিপু, শওকতুল আনাম সোহেল, একরামুল হক হারুন, জিএম নিশান, মো আজম, শাওন মাহমুদ, তাওহীদুল আলম, তানিম, শাহাদাত, হামিদ, শিহাব, মাসুদ ও তৈয়ুবসহ উপজেলা ও পৌরসভার আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বঙ্গবন্ধু মুজিবসহ পরিবারবর্গের হত্যাকারী ১৫ই আগস্টের নৃশংসতম হত্যাকান্ডের সাথে জড়িত পালাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার দাবি জানান। এর আগে হাটহাজারী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চট্টগ্রামখাগড়াছড়িরাঙ্গামাটি মহাসড়ক প্রদক্ষিণ করে হাটহাজারী বাসস্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইনসানিয়াত বিপ্লব ডবলমুরিং শাখার প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধসপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করল উত্তর জেলা বিএনপি