বীর মুক্তিযোদ্ধা অমল মিত্রের নাগরিক শোক সভায় বক্তারা বলেছেন, মুক্তিযোদ্ধা অমল মিত্র আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের জন্য কাজ করে গেছেন। দেশের ইতিহাসে এই মুক্তিযোদ্ধার ত্যাগ ও অবদান অমর হয়ে থাকবে। মুক্তিযোদ্ধা মোজাফর আহমদের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ নেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, পাবলিক প্রসিকিউটর অ্যাড. রানা দাশগুপ্ত, ডা. জাফর উল্ল্যাহ, ফজলুল হক ভূইয়া, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, গবেষক মুহাম্মদ শামসুল হক, শ্যামল মিত্র, জেলা কমান্ডার দুলু, মাহবুবুল হক সুমন, রহুল আমিন তপন, সাইদুর রহমান চৌধুরী, শওকত হোসাইন, মো. ইব্রাহীম, কাউন্সিলর আতাউল্ল্যাহ চৌধুরী, আবদুস সালাম মাসুম, নিলু নাগ। শুরুতে অমল মিত্রের আত্মার সদগতি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন তাপস হোড়। অনুষ্ঠান সঞ্চাললনায় ছিলেন প্রণব দাশগুপ্ত। পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন অমল মিত্রের কন্যা ডা. পূজা মিত্র। প্রেস বিজ্ঞপ্তি।












