বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এগিয়ে যাবে ছাত্রলীগ

প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বক্তারা

আজাদী ডেস্ক | বুধবার , ৫ জানুয়ারি, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হল ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ছাত্রলীগ নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে। পাশাপাশি ছাত্রলীগের গৌরবময় ইতিহাস ঐতিহ্যকে লালন করে দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে।

পটিয়া উপজেলা ছাত্রলীগ : পটিয়া প্রতিনিধি জানান, গতকাল মঙ্গলবার পটিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি কনভেনশন হলে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। ছাত্রসমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল সাকের সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি আ.ক.ম শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, আলমগীর আলম, এম.এন.এ নাছির, সরওয়ার হায়দার, সাইফুল্লাহ পলাশ, আবু তৈয়ব সোহেল প্রমুখ।


কমার্স কলেজ ছাত্রলীগ : ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের উদ্যোগে গতকাল নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে কলেজ সভাপতি ফখরুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক আরিফুল আলম আলভী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন এম.এ লতিফ এমপি। বিশেষ অতিথি ছিলেন কমার্স কলেজ অধ্যক্ষ সুসেন কুমার বড়ুয়া ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফুল এহছান শাহ। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন নয়ন।


৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড ছাত্রলীগ : ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড ছাত্রলীগ কর্তৃক কে সি দে রোডে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়। লেলিন দত্তের সভাপতিত্বে এবং তম্ময় সেন শিবু সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী। এতে আরও বক্তব্য রাখেন রতন আচার্য্য, জিকু, শামীম আজাদ রুবেল, নিশাত চৌধুরী, সৌরভ পাল, রাহুল চৌধুরী, নিতিশা প্রমুখ।

৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড : ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড ছাত্রলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে কেক কাটা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। ওয়ার্ড ছাত্রলীগ নেতা সালেহ আহমেদ রাসেলের সভাপতিত্বে ও ওয়ার্ড ছাত্রলীগ নেতা মেহেরাজ হোসেন আন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক মীর আহমদ খোকন ও বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড যুবলীগ নিজাম উদ্দিন। উপস্থিত ছিলেন আবদুল জলিল, আবদুর রহমান জুয়েল, বেলাল উদ্দিন, মোঃ রাজু, মোঃ রুবেল, আকবর শাহ্‌ থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন বাহশা জিহাদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ ছোটন, জাহাঙ্গীর আলম বাবু, পারভেজ উদ্দিন রবিন, রিদুয়ান রিদয়, আরিফ আহমেদ সাকিব, সাহাদাত, শান্ত, রাফি, রাকিব, ফয়সাল, আকিব, আকরাম, জুয়েল, কাইয়ম, আফসার, সাজু, সাকিল প্রমুখ।

ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ : ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। গতকাল মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে প্রতিষ্ঠার বার্ষিকীর কেক কাটেন কলেজ অধ্যক্ষ আনম সরওয়ার আলম।
এতে অধ্যাপক সাইফুল ইসলাম, উত্তম কুমার, কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, ছাত্রলীগনেতা আলাউদ্দীন আলো, নগর ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, কলেজ ছাত্রলীগ নেতা সরফুর আনাম জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজ এইচএসসি-৭৬ ব্যাচের কার্যকরি কমিটির সভা
পরবর্তী নিবন্ধরাজার দুঃখ