নাজিরহাট পৌরসভা আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুজিব চিরঞ্জীব শীর্ষক আলোচনা সভা নাজিরহাট পৌরসভা চত্বরে গত শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা বাস্তবায়নে কাজ করতে হবে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি উন্নত ও আদর্শ রাষ্ট্রে পরিণত করাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। বর্তমান সরকার সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও কাউন্সিলর মোহাম্মদ আলী এবং জয়নুল আবেদীনের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মূহুরী, বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মো: আবু তৈয়ব, আবু তালেব চৌধুরী, চেয়ারম্যান শওকতুল আলম, সাবেক অধ্যক্ষ এস এম নুরুল হুদা। বক্তব্য রাখেন– আবদুল কাইয়ুম, কাজি মাহমুদুল হক, সালামত উল্লাহ চৌং শাহিন, ইব্রাহিম সবুজ, বোরহান আহমেদ, সাবরিনা চৌধুরী, জয়নাল আবেদীন মিজান, এনামুল হক বাবুল, হোসেন শহীদ জাফর আলম, এস এম হারেস মিয়া, কাউন্সিলর মো: ওসামান, মো: মঈনু, মো: দিদার, মো: হাসান, ছদরুল্লাহ পারভেজ, রাশেদুই ইসলাম রাশু, মো: রাসেল, আমানউল্লাহ আমান, কে এম রাসেল। উপস্থিত ছিলেন আবদুর রহিম, মো: নাসির উদ্দিন, হাবিব সাজ্জাদ, মাসুদ পারভেজ, রাইসুল ইসলাম এমিল, আষিশ কান্তি দে, চেয়ারম্যান শফিউল আজম, চেয়ারম্যান জয়নাল আবেদীন, কাউন্সিলর মো: সোলায়মান, শফিউল আজম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।