বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস বিকৃত হয়েছে

শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভায় মেয়র

| রবিবার , ২১ আগস্ট, ২০২২ at ৫:৩৪ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশের ইতিহাস বিকৃত করা হয়েছে। জিয়াউর রহমানকে বানানো হয়েছে স্বাধীনতার ঘোষক। কিন্তু সত্যকে বেশি দিন চেপে রাখা যায় না। কোন না কোন সময় সত্য প্রকাশ হবেই। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মহানগর আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সিটি মেয়র রেজাউল করিম একথা বলেন।
সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নিশাত’র সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন চবি’র সাবেক ভিসি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মুহাম্মদ সেলিম। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো আসিফ শাহিন, আহবায়ক কমিটির সদস্য মো. জালাল, আব্দুল কাদের রুবেল, আমির হাসান নিলয়, মো. রাকিব হোসেন, নিউটন দত্ত, শাফকাত ইসলাম অমি, কবির হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদ্রুত মামলা নিষ্পত্তিতে চাইলেন আইনজীবীদের সহযোগিতা
পরবর্তী নিবন্ধঘোড়ায় চড়ে স্কুলে যান যে শিক্ষক