জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলার শাখার উদ্যোগে ‘বঙ্গবন্ধুর হত্যাকান্ড : দেশীয়-আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত ও সংশ্লিষ্টতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস. রহমান হলে এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপিকা বেগম সৈয়দা তাহেরা। সঞ্চালনা করে অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী।
এ সময় বক্তারা বলেন, সপরিবরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ড সাধারণ কোনো ঘটনা নয়। এ হত্যাকান্ডের নেপথ্যে কাজ করেছে সুদূর প্রসারী পাকিস্তান ও তাদের আন্তর্জাতিক মিত্র এবং বাংলাদেশি এজেন্টরা। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুর্নগঠন করে উন্নয়ন অগ্রতির ধারায় ফিরিয়ে আনতে বঙ্গবন্ধুর ২য় বিপ্লবের কর্মসূচি সাম্রাজ্যবাদীদের মাথা ব্যথার কারণ হয়ে উঠে। শুরু হয় বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র। এ সময় বক্তারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে ষড়যন্ত্রকারীদের কমিশন গঠন করে স্বরূপ উন্মোচন ও শাস্তির দাবি জানান। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. মো. আইয়ুবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রী এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রফেসর ড. দানেশ মিয়া, দর্শন বিভাগের প্রফেসর ড. এফ এম এনায়েত হোসেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়ো-টেকনোলজি বিভাগের সহযোগি অধ্যাপক ড. আদনান মান্নান। উক্ত আলোচনা সভা পূর্বে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং বঙ্গবন্ধুকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন অধ্যাপক মাহবুবুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।