বঙ্গবন্ধু স্পোর্টিং ও খাগড়াছড়ি একাডেমি জয়ী

মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৭:২৫ পূর্বাহ্ণ

কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় জয় পেয়েছে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব এবং খাগড়াছড়ি ক্রিকেট একাডেমি ।
গতকাল অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ৫ উইকেটে কমিশনার আব্দুর রহমান ভূইয়া স্মৃতি সংসদকে পরাজিত করে। টসে জিতে কমিশনার আব্দুর রহমান ভূইয়া স্মৃতি সংসদ ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে সবকটি উইকেটে হারিয়ে মাত্র ৯৭ রান সংগ্রহ করে। জবাবে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। এই জয়ের সুবাদে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব সেমিফাইনালে পৌছে যায়। বিজয়ী দলের ওবায়েদ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে পুরষ্কার তুলে দেন কোয়ালিটি স্কুল অব ক্রিকেট এর সাবেক ক্রিকেটার কাজী আব্দুল মোতালেব।
দিনের দ্বিতীয় ম্যাচে খাগড়াছড়ি ক্রিকেট একাডেমি ২ উইকেটে সানরাইজ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। টসে জিতে সানরাইজ ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে। জবাবে খাগড়াছড়ি ক্রিকেট একাডেমী ১৮.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান করে জয় নিশ্চিত করে । বিজয়ী দলের রাব্বি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার ও কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের হেড কোচ আশরাফুল হোসেন রবিন।

পূর্ববর্তী নিবন্ধশিরোপার স্বপ্নে কাল মাঠে নামছে বাংলা টাইগার্স
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা সেপাক টাকরো দল গঠিত