বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সচেতনতা কার্যক্রম

| বৃহস্পতিবার , ৬ মে, ২০২১ at ৫:৪১ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাব বৃদ্ধিতে নগরীর দিদার মার্কেট, সিএন্ডবি কলোনী, পশ্চিম বাকলিয়া ও মৌসুমী আবাসিক এলাকায় গত ৩ মে করোনা প্রতিরোধে প্রচারণামূলক লিফলেট, মাইকিং ও মাস্ক বিতরণ করেন জেলার সাধারণ সম্পাদক আবুল বশরসহ নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন লায়ন এম এ নেওয়াজ, জেলার মুখপাত্র স ম জিয়াউর রহমান, মো. জসিম উদ্দিন চৌধুরী, মো. হাসান মুরাদ, বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, সাজেদা বেগম সাজু, মো. কালিম শেখ, অধ্যাপক মো. মাহবুবুর রহমান, অধ্যাপক মো. মমতাজ উদ্দিন চৌধুরী, মো. কামাল হোসেন, জেলার সদস্য সাথী কামাল, আঁচল চক্রবর্তী, রাশেদা বিনতে ইসলাম, ওসমান খান, মো. আব্দুর রউফ, লাকী আকতার প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে সাধারণ পথচারীদের মাঝে ৩ হাজার লিফলেট, ১৫০টি সাবান ও ১ হাজার মাস্ক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে রাঙ্গুনিয়ার ৭৮০০ জন
পরবর্তী নিবন্ধপশ্চিম বাকলিয়ায় ৬শ পরিবার পেল ঈদ উপহার সামগ্রী