বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষদের ভালোবাসতেন

চাকতাই খাতুনগঞ্জে শোক দিবসের সমাবেশে নওফেল

| মঙ্গলবার , ১৬ আগস্ট, ২০২২ at ৬:২৮ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, মহান স্বাধীনতা সংগ্রামে এদেশের শ্রমজীবি মেহনতি জনতা, কামার, কুমার, জেলে, তাঁতী সকল শ্রেণীর মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এদেশের অর্থনীতিতে অসামান্য অবদান রয়েছে শ্রমজীবী মানুষের। বঙ্গবন্ধু শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের বেশি ভালোবাসতেন, কারণ শ্রমজীবীদের অক্লান্ত পরিশ্রমের কারণে দেশের উন্নয়নের চাকা গতিশীল। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলায় কোনো শ্রমিক বিনা কারণে অন্যায়ভাবে ব্যবসায়ীদের দ্বারা নির্যাতিত হবে এটা মেনে নেয়া যায় না।
গতকাল সোমবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে চাকতাই খাতুনগঞ্জ ট্রাক মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। পরিচালনা করেন আমিরুল কবির সুমন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার প্রেসিডেন্ট আলহাজ্ব মাহবুবুল আলম তালুকদার। প্রধান বক্তা ছিলেন খাতুনগঞ্জ ট্রেড এন্ড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগির আহমেদ, ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এ.কে.এম মহিউদ্দীন, কামাল পাশা, ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, চাকতাই খাতুনগঞ্জ ট্রাক মালিক সভাপতির সভাপতি নিজাম উদ্দীন কাজল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল।

বক্তব্য রাখেন মো. মিলন, চাকতাই ট্রাক শ্রমিক সমিতির সভাপতি সভাপতি জেবল হোসেন লেদু, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন বেলাল, যুবলীগ নেতা মান্না বিশ্বাস, আবু মোহাম্মদ ইউসুফ, এমদাদুল হক রায়হান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ফেইসবুকের একটি স্ট্যাটাস নিয়ে যা হলো
পরবর্তী নিবন্ধসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ কলেজ ছাত্র