বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক ‘জুলিও কুরি’ পদকে ভূষিত হওয়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে চেরাগী পাহাড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা সভাপতি চিত্রনায়ক পঙ্কজ বৈদ্য সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ-ভারত মৈত্রী ফাউন্ডেশন মহাসচিব অভিনয়শিল্পী এসএ রহিম। বক্তব্য রাখেন সংবাদিক আলী আহমেদ শাহীন, অধ্যাপক শিব প্রসাদ, সিরাজুল ইসলাম, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, হারুন রশিদ, রিমন মুহুরী, প্রণবরাজ বড়ুয়া, তিতাস, জি.এম পারভেজ, রতন ঘোষ, ইউনুস মিয়া প্রমুখ। শ্রদ্ধাঞ্জলি সভায় প্রধান অতিথি মফিজুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু জীবদ্দশায় সবসময় শোষিত ও শান্তিকামী মানুষের পক্ষে ছিলেন। দেশবিরোধী কোন কর্মকাণ্ডকে তিনি সহ্য করতেন না। শোষকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন বঙ্গবন্ধু। প্রেস বিজ্ঞপ্তি।