বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ বাস্তবায়ন ও তদারকি কমিটির সভা

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১০ সেপ্টেম্বর, ২০২১ at ৫:০৮ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ বাস্তবায়ন ও তদারকি কমিটির ২য় সভা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসানের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার অফিস সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, বিএফআরআই এর ডাইরেক্টর ড. মো. খলিলুর রহমান,হালদা গবেষক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী, পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম চেম্বারের প্রতিনিধি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের ডেপুটি ডাইরেক্টর, কৃষি বিভাগ, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তরের ডাইরেক্টররা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনতুন ব্রিজ ও জিইসি মোড় থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধআকবরশাহ থানা পূজা উদ্‌যাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন