প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববাসীর অকৃত্রিম বন্ধু। তিনি বিশ্বনেতা ও জাতীয়তাবাদের প্রবক্তা। বঙ্গবন্ধু বিশ্ব শান্তির দূত ও শোষিত-বঞ্চিত মজলুম জনতার মুক্তির পথপ্রদর্শক। মুজিববর্ষ ও ৫০তম বিজয় দিবস উদ্্যাপন উপলক্ষে গুণীজন সম্মাননা প্রদান ও সংগঠক মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত ৩১ ডিসেম্বর নগরীর প্রিয়া কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। মো. আবদুর রহিম ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশকে জানো’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আ জ ম নাছির উদ্দীন বলেন, সাম্প্রদায়িক শক্তি ১৯৭১ সালের ন্যায় বর্তমান স্বাধীন বাংলায় ষড়যন্ত্রে লিপ্ত। উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবে গড়ে উঠছে। বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রদীপ চক্রবর্ত্তী। প্রেস বিজ্ঞপ্তি।