রাউজান পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের অংশগ্রহনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে জঙ্গল রাউজান প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। গত মঙ্গলবার রাউজান সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস। বক্তব্য রাখেন রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ–সভাপতি স্বপন দাশ গুপ্ত, আবু সালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, মোহাম্মদ আসিফ, ফয়সল মাহমুদ।