বঙ্গবন্ধু পরিষদ, জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবের এস. রহমান হলে গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সহ–সভাপতি ডা. দিলীপ দে সভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. মু. আইয়ুবুর রহমান। বক্তব্য দেন, চবি দর্শন বিভাগের প্রফেসর ড. এফ এম এনায়েত হোসেন, বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এস.এ এম জিয়াউল ইসলাম। সভায় বক্তারা বলেন, ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদ ও স্বাধীনতা যুদ্ধ– এক ও অবিচ্ছেদ্য। প্রেস বিজ্ঞপ্তি।