জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন আর এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ–পূর্ব এশিয়ার সবচেয়ে বড় টানেল তিনি এ চট্টগ্রামে করছেন। ঢাকার মতো চট্টগ্রামেও মেট্রোরেলের কাজ শুরু হচ্ছে। দেশের টাকায় পদ্মা সেতু করে শেখ হাসিনা প্রমাণ করেছেন দেশের জন্য তার দরদ আছে।
গতকাল শুক্রবার উপজেলার কচুয়াই পি.টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের সাবেক সদস্য দেবব্রত দাশ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ, কচুয়াই ইউপি চেয়ারম্যান এস এম ইনজামুল হক জসিম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ–সভাপতি আবদুল খালেক, ঋষি বিশ্বাস, নুর–উর রশিদ চৌধুরী এজাজ, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু তৈয়ব, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুহাম্মদ মুছা খাঁন, সাধারণ সম্পাদক অঞ্জন বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল হাসান সোহেল, উপজেলা যুবলীগ নেতা এনাম মজুমদার, সাইফুল ইসলাম, আবদুল মাজেদ টিটু, আরফাতুর রহমান রুবেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।