বঙ্গবন্ধু সদ্য স্বাধীন দেশে মাত্র সাড়ে তিন বছর দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন। তার মধ্যে তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তাঁর সে পরিকল্পনায় প্রশাসনিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে জনগণের প্রতি দায়বদ্ধতা ও আন্তরিকতার চিত্র ফুঠে উঠেছে। একটি দেশ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। গতকাল ২৭ আগস্ট আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
চবি এলামনাই এসোসিয়েশনের সভাপতি ড. মোঃ আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক নির্বাচন কমিশনার মোঃ আবদুল মোবারক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চবি এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন দপ্তর সম্পাদক মোঃ সাইফুদ্দিন আহামেদ সাকী। এরপর বঙ্গবন্ধুর সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে চবি এলামনাই নেতৃবৃন্দ পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। সকালে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাতের উদ্দেশ্য পবিত্র কোরআন খতম করা হয়।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবি এলামনাই এসোসিয়েশনের শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ। পরে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কদর, সহ-সভাপতি ও চাকসুর সাবেক ভিপি মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও চাকসুর সাবেক ভিপি মজহারুল হক শাহ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর বেণু কুমার দে, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।
এছাড়াও সেমিনারে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ গিয়াস উদ্দিন, ছৈয়দ ছগীর আহাম্মদ, কাজী মাহমুদ ইমাম বিলু, সাইফুদ্দিন আহমদ সাকী, দাউদ আবদুল্লাহ আল হারুন লিটন, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ ইউছুফ, হানিফা নাজিব হেনা, জিন্নাত পারভীন শাকী, রাশেদ মনোয়ার, এডভোকেট মোহাম্মদ শামীম, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ জহিরুল আলম, কামরুন নাহার ঝর্ণা, আজীবন সদস্য অশোক কুমার সাহা এবং চবি এলামনাইয়ের বিভিন্ন ব্যাচ ও বিভাগ ভিত্তিক আজীবন সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












