বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ রাঙামাটির মুখোমুখি চট্টগ্রাম

| শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৬:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ ৩ ডিসেম্বর চট্টগ্রাম জেলা মুখোমুখি হবে রাঙ্গামাটি জেলার বিপক্ষে।
দুপুর ২:৩০ টায় এ খেলা চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা দলের খেলোয়াড়রা হলেন: শুভ কুমার শীল, শাহাদাত হোসেন মানিক, আমিরুজ্জামান সাইমন, বোরহান উদ্দীন, মোহাম্মদ আকতারুজ্জামান, এ.কে.এম ফারুকুল ইসলাম, মো. শাহীন আলম, মোহাম্মদ রাসেদ সুমন, শহীদুল ইসলাম সুমন, প্রকাশ দাশ, মো. গোলাম মোস্তফা তোয়ান, মো. আমজাদ হোসেন, মো. বেলাল আহমদ, মো. আব্দুল্লাহ ওমর, মো. দিদারুল আলম, ফাহিম উদ্দিন সোহেল, উত্তম বড়ুয়া, মো. আলাউদ্দীন, মোহাম্মদ খোরশেদ আলম। চট্টগ্রাম জেলা দলের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী মো. জসিম উদ্দিন, ম্যানেজারের দায়িত্ব পালন করবেন মো. সালাউদ্দীন এবং প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন তৌহিদুল ইসলাম ছিদ্দিকী। খেলা চলাকালীন সময় সিজেকেএস-সিডিএফএ নির্বাহী কমিটি, কাউন্সিলরবৃন্দসহ চট্টগ্রামের ক্রীড়াপ্রেমিদের স্টেডিয়ামে উপস্থিত হয়ে চট্টগ্রাম জেলা দলকে সমর্থন করার জন্য সিডিএফএ সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলাল বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকনফিডেন্স সিমেন্ট আন্তঃ উপজেলা ফুটবলের খেলোয়াড় বাছাই কার্যক্রম উদ্বোধন
পরবর্তী নিবন্ধপটিয়ার হারে শিরোপা পেল শতদল ক্লাব