বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পাচ্ছে ভূমি মন্ত্রণালয়

সংস্কার ক্যাটাগরিতে সাফল্য

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ২০ জুলাই, ২০২২ at ৫:৫০ পূর্বাহ্ণ

সংস্কার ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠান পর্যায়ে ভূমি মন্ত্রণালয়কে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২ এর জন্য মনোনীত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম গত ১৭ জুলাই ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান বরাবরে চিঠি প্রেরণ করেন। এতে ‘ভূমি তথ্য ব্যাংক‘ উদ্যোগের জন্য ভূমি মন্ত্রণালয়ের প্রশংসা করা হয়। আগামী শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন’ এবং ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২’ প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, জলমহাল, বালু মহাল, লবণ মহাল, চা বাগান, চিংড়ি মহাল, পরিত্যক্ত সম্পত্তি, হাট বাজার, অধিগ্রহণ, খাস জমি, অর্পিত সম্পত্তিসহ সকল সরকারি ভূসম্পত্তির তথ্য হালনাগাদ করে সংরক্ষণ করা হচ্ছে ভূমি তথ্য ব্যাংকে। ইতোমধ্যে ভূমি তথ্য ব্যাংকে ৩৮ হাজার ৭শ ৪৩টি জলমহাল, ৫১৮টি বালুমহাল, ১৫১টি চা বাগান, ১৫০টি লবণ মহাল, ১ হাজার ৫শ ৮১টি চিংড়ী মহাল, ৯ হাজার ৬শ ২৮টি হাটবাজার এবং ৩৭ হাজার ৩০ একর অধিগ্রহণ সম্পর্কিত তথ্য আপডেট করা হয়েছে। এই প্রসঙ্গে ভূমি সচিব জানান, প্রায় ৮৫ শতাংশ ডাটা হালনাগাদ করা হয়েছে। এই তথ্য সারা দেশের এসি ল্যান্ড, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারসহ গুরুত্বপূর্ণ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবহার করতে পারছেন। ২৪ ঘণ্টার আপডেট, পুরো সপ্তাহের তথ্য, এমনকি মাসভিত্তিক হিসেব করে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের বিস্তারিত ভূমির তথ্য এক ক্লিকে জানা যাচ্ছে। এছাড়া, অবৈধ দখল থেকে সরকারি সম্পদ উদ্ধারের হার বৃদ্ধি এবং ভূমি সংক্রান্ত দালাল ও জালিয়াত চক্রের দৌরাত্ম্য হ্রাস পাওয়াসহ এ উদ্যোগের ফলে দেশে বিভিন্ন উৎস থেকে রাজস্ব আদায়ের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

ভূমি মন্ত্রণালয় কাজের স্বীকৃতি স্বরূপ ইতোপূর্বে ই-নামজারি ব্যবস্থার জন্য মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’ এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থার জন্য জাতিসংঘের অধীনস্থ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের সম্মানজনক উইসিস প্রাইজ অর্জন করেছে।

পূর্ববর্তী নিবন্ধচাক্তাই-খাতুনগঞ্জে ভোজ্যতেলের দাম কমেছে লিটারে ৫৩ টাকা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে প্রতিদিন সাশ্রয় হবে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ