চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স আয়োজিত বঙ্গবন্ধু কাপ অনুর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় জয় পেয়েছে ব্রাইট ক্রিকেট একাডেমি। চট্টগ্রাম বন্দর শহীদ শামসুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাইট ক্রিকেট একাডেমি ৮ উইকেটে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (সবুজ) দলকে পরাজিত করে। টসে জিতে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেঙ (সবুজ) ব্যাট করার সিদ্বান্ত নেয়। ৪৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে দলটি। দলের পক্ষে সাইফুল সর্বোচ্চ ২৭ রান করে। ব্রাইট ক্রিকেট একাডেমির পক্ষে ১৭ রানের বিনিময়ে আফফান ৩ উইকেট এবং ২৯ রানের বিনিময়ে মাহবুব নিয়েছে ৩ উইকেট । জবাবে ব্রাইট ক্রিকেট একাডেমি ২ উইকেট হারিয়ে ১৪৩ রান করে জয় নিশ্চিত করে। দলের ফারহান সর্বোচ্চ ৭৮ রান করে। ব্রাইট ক্রিকেট একাডেমীর ফারহান বিল্লাহ ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট কোচ মোঃ রাশেদ খান । আজকের খেলায় চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) এবং চিটাগং ক্রিকেট একাডেমি পরষ্পরের মোকাবেলা করবে।