যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলা গতকাল সকালে চট্টগ্রাম বন্দর শহীদ শামসুজ্জামান স্টেডিয়ামে শুরু হয়েছে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: আশরাফ উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ড. প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশীদ এর সঞ্চালনায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপি পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রসাশন) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির সভাপতি মো: মমিনুর রশিদ, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মাসুদ কামাল, সিজেকেএস সহ সভাপতি মো: দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের পরিচালক গোলাম মর্তুজা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব সুলতান মাহমুদ খান শাহিন প্রমুখ।
প্রথম দিনে বালক এবং বালিকা বিভাগে দুটি করে খেলা অনুষ্ঠিত হয়। বালক বিভাগের প্রথম ম্যাচে খাগড়াছড়ি জেলা ১-০ গোলে লক্ষিপুর জেলাকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে কুমিল্লা জেলা টাইব্রেকারে ৪-২ গোলে ফেনী জেলাকে পরাজিত করে। বালিকা বিভাগের প্রথম ম্যাচে খাগড়াছড়ি জেলা ৫-০ গোলে লক্ষিপুর জেলাকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে ফেনী বালিকা জেলা টাইব্রেকারে ৪-২ গোলে কুমিল্লা জেলাকে পরাজিত করে।